চট্টগ্রামে জামায়াত প্রার্থীদের ‘হলফনামা’: নগদ টাকায় শাহজাহান, সম্পদে শীর্ষ ফরিদুল
- ডেস্ক রিপোর্ট:
- 07 Jan, 2026
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের রাজনৈতিক মাঠ সরগরম। প্রধান দলগুলোর পাশাপাশি জামায়াতে ইসলামীও তাদের প্রার্থীদের হলফনামা জমা দিয়েছে। নির্বাচন কমিশনের তথ্যে উঠে এসেছে প্রার্থীদের আর্থিক ও পেশাগত বৈচিত্র্যের চিত্র। চট্টগ্রামে জামায়াতের ১৪ জন প্রার্থীর মধ্যে বিত্তবৈভবে যেমন পার্থক্য রয়েছে, তেমনি পেশাগত দিক থেকেও রয়েছে চিকিৎসকদের আধিপত্য।
একনজরে: শীর্ষ তিন ক্যাটাগরি
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়:
সর্বোচ্চ নগদ অর্থ: শাহজাহান চৌধুরী (১ কোটি ৩৪ লাখ টাকা)।
সর্বোচ্চ মোট সম্পদ: ডা. মোহাম্মদ ফরিদুল আলম (৮ কোটি ৪০ লাখ টাকা)।
সর্বোচ্চ বার্ষিক আয়: মো. আবু নাছের (৪৮ লাখ ৬৪ হাজার টাকা)।
বিত্তের লড়াই: নগদ বনাম সম্পদ
সম্পদের ধরনে প্রার্থীদের মধ্যে ভিন্নতা লক্ষণীয়। কেউ নগদ অর্থে শক্তিশালী, আবার কারও জোর স্থাবর সম্পদে।
নগদ অর্থের রাজা (ক্যাশ ইন হ্যান্ড): চট্টগ্রাম-১৫ আসনের হেভিওয়েট প্রার্থী এবং দলের কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী নগদ অর্থে সবাইকে ছাড়িয়ে গেছেন। তার হাতে নগদ আছে ১ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ২৫২ টাকা। তবে স্থাবর সম্পদে তিনি বেশ পিছিয়ে (মাত্র ২ লাখ ৩০ হাজার টাকা)।
মোট সম্পদে শীর্ষস্থান: চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী ডা. মোহাম্মদ ফরিদুল আলম মোট সম্পদের হিসেবে তালিকার শীর্ষে। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার সম্পদের পরিমাণ প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে নগদ ও ব্যাংক জমা মিলিয়েই আছে ৩ কোটির বেশি।
পেশা ও আয়: চিকিৎসকদের জয়জয়কার
আয়ের দিক থেকে এগিয়ে আছেন পেশাজীবীরা, বিশেষ করে চিকিৎসকরা।
সর্বোচ্চ আয়: চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী মো. আবু নাছের বার্ষিক আয়ে শীর্ষে রয়েছেন (৪৮ লাখ ৬৪ হাজার টাকা)।
দ্বিতীয় অবস্থান: চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম বছরে আয় করেন ৩৮ লাখ ২২ হাজার টাকা।
সর্বনিম্ন আয়: চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদুল হাসান। তার বার্ষিক আয় মাত্র ৫০ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত মানচিত্র
জামায়াতের এবারের প্রার্থী তালিকায় উচ্চশিক্ষিতদের প্রাধান্য দেখা গেছে। ১৪ জন প্রার্থীর শিক্ষাগত প্রোফাইল:
স্নাতকোত্তর ডিগ্রি: ৮ জন
স্নাতক/সমমান: ৫ জন
এসএসসি: ১ জন
পেশাগত বিভাজন:
চিকিৎসক-৩, ব্যবসায়ী -৫, শিক্ষক-৩, আইনজীবী-১, চাকরিজীবী-১, অন্যান্য-১
পারিবারিক সম্পদ: স্ত্রীদের কার কত সোনা?
হলফনামায় প্রার্থীদের স্ত্রীদের সম্পদের বিবরণীও বেশ চমকপ্রদ।
স্বর্ণালঙ্কার: সবচেয়ে বেশি স্বর্ণালঙ্কার চট্টগ্রাম-৮ আসনের আবু নাছেরের স্ত্রী শেলী আক্তারের (৪০ ভরি)। নিজে ব্যবহারের জন্য সবচেয়ে বেশি স্বর্ণ দেখিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের মুহাম্মদ শামসুজ্জামান হেলালী (৩০ ভরি)।
ব্যাংক ব্যালেন্স ও জমি: ডা. রেজাউল করিমের স্ত্রী কোহিনূর নাহার চৌধুরী ব্যাংকে টাকা (১৪ লাখ ১৯ হাজার) এবং স্থাবর সম্পদে (৮৬ লাখ টাকা) অন্যান্যদের স্ত্রীদের চেয়ে এগিয়ে।
নগদ অর্থ: শাহজাহান চৌধুরীর স্ত্রী জোহরা বেগমের হাতে রয়েছে সর্বোচ্চ ২৮ লাখ ৭৫ হাজার নগদ টাকা।
নির্বাচনী সমীকরণ
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে লড়ছে জামায়াত। রাজনৈতিক সমঝোতার কারণে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে তারা প্রার্থী দেয়নি। এছাড়া দ্বৈত নাগরিকত্বের জটিলতায় চট্টগ্রাম-৯ আসনে এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
চূড়ান্ত প্রার্থী তালিকা (১৪ আসন)
উত্তর চট্টগ্রাম: ছাইফুর রহমান (মিরসরাই), মুহাম্মদ নুরুল আমিন (ফটিকছড়ি), মুহাম্মদ আলা উদ্দীন (সন্দ্বীপ), মো. আনোয়ার ছিদ্দিক (সীতাকুণ্ড), মো. শাহাজাহান মঞ্জু (রাউজান), এ টি এম রেজাউল করিম (রাঙ্গুনিয়া)।
শহর ও সংলগ্ন: মো. আবু নাছের (চান্দগাঁও-বোয়ালখালী), মুহাম্মদ শামসুজ্জামান হেলালী (হালিশহর-ডবলমুরিং), মোহাম্মদ শফিউল আলম (বন্দর-পতেঙ্গা)।
দক্ষিণ চট্টগ্রাম: মোহাম্মদ ফরিদুল আলম (পটিয়া), মাহমুদুল হাসান (আনোয়ারা), শাহজাহান চৌধুরী (সাতকানিয়া-লোহাগাড়া), মোহাম্মদ জহিরুল ইসলাম (বাঁশখালী)।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

