:

বেগম খালেদা জিয়া আমৃত্যু জনগনের সাথে ছিলেন--আমীর খসরু

top-news

বেগম খালেদা জিয়া জীবনের বেশিরভাগ সময় জনগণের অধিকার আদায় আন্দোলন করে গেছেন। জীবনের মাত্র ২৫ শতাংশ সময় তিনি ক্ষমতায় ছিলেন, বাকি ৭৫ শতাংশ সময় তিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন। নির্যাতিত হয়েছেন জেলে গিয়েছেন কিন্তু কোন আপোষ করেননি বলে মন্তব্য করেছেন বিএনিপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিকেলে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সিডিএ বালুর মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন ।

তিনি বলেছেন, স্বৈরাচারের সঙ্গে অনেকে হাত মিলিয়েছেন, শেখ হাসিনা মিলিয়েছেন, আজকে যারা ধর্মের রাজনীতি করছেন তারা ও হাত  মিলিয়েছেন কিন্তু বেগম খালেদা জিয়া হাত মেলানি,আপোষ করেননি।১/১১ এর সময় ও অনেকে আপোষ করেছেন কিন্তু তিনি করেননি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও অনেক লোভ দেখিয়েছেন কিন্তু তিনি আপোস করেননি। আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছেন। আমি যখন জেলে ছিলাম তখন আমার কাছে লোক পাঠিয়েছেন মন্ত্রী হতে বলেছেন কিন্তু আমি আপোস করিনি। কারণ আমরা দেশনেত্রীর কাছে  আপসহীনতা শিখিছি। তিনি আমাদের আপোসহীন শিখিয়েছেন ।

 তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া আমাদেরকে যে উপহার দিয়ে গেছেন তা ধরে রাখতে হবে অর্থাৎ গণতন্ত্রকে ধরে রাখতে হবে। মানুষের অধিকার মহিলাদের অধিকার ধরে রাখতে হবে। তিনি মহিলাদের জন্য খাদ্যের বিনিমেয়ে শিক্ষা চালু করেছিলেন।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক  কামাল সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসে এমন সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মোঃ সেকান্দর , হাজী হোসেন, ওয়াড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়া সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *