:

হাটহাজারীতে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে কেয়ারটেকার খুন

top-news

চট্টগ্রামের হাটহাজারীতে মাহবুব আলম নামে ভবনের এক কেয়ারটেকারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার ভোররাত ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকার এ ঘটনা ঘটে।নিহত মাহবুব আলম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ির মৃত আবদুল নবীর পুত্র।

জানা গেছে, মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। তবে পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামের একটি ভবনের দেখাশোনার কাজে নিয়োজিত ছিলেন।

ঘটনার দিন ভোররাতে ৩/৪ জন দুর্বৃত্ত কলাবাগান এলাকার গিয়ে মাহবুব আলমের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তারা মাহবুব আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *