:

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের মার্কিন ভিসা স্থগিত: ২১ জানুয়ারি থেকে কার্যকর

top-news

ফক্স নিউজ ও রয়টার্সের বরাতে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়াসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা ও ক্ষেত্রবিশেষে নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

 মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা এসেছে। ফক্স নিউজ এবং রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই নির্দেশ কার্যকর হবে।

রয়টার্সের প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রের বরাতে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসন কেবল অভিবাসন ভিসা (Immigrant Visa) নয়, বরং আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে।

এর অর্থ হলো:অভিবাসন ভিসা (Immigrant Visa): যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করেছেন (যেমন ফ্যামিলি ভিসা, ডিভি লটারি), তাদের প্রক্রিয়া পুরোপুরি বন্ধ থাকবে। নন-ইমিগ্র্যান্ট ভিসা (Non-Immigrant Visa): পর্যটক (B1/B2), শিক্ষার্থী (F1), এবং ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও এই স্থগিতাদেশ কার্যকর হতে পারে। তবে জরুরি চিকিৎসা বা বিশেষ কূটনৈতিক সফরের ক্ষেত্রে শিথিলতা থাকতে পারে কি না, তা নিয়ে এখনো বিস্তারিত নির্দেশিকা আসেনি।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, "৭৫টি দেশ থেকে অভিবাসন ও ভিসা কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। পররাষ্ট্র দপ্তর সম্পূর্ণ অভিবাসন প্রক্রিয়াটি পুনর্মূল্যায়ন করবে, যাতে তথ্যের ঘাটতি পূরণ করা যায় এবং বিদেশি নাগরিকদের অবৈধ সুবিধা গ্রহণ রোধ করা সম্ভব হয়।"

মূলত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভিসা আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাইয়ের (Vetting) প্রক্রিয়া আরও কঠোর করতেই এই সাময়িক বিরতি নেওয়া হচ্ছে।

৭৫টি দেশের পূর্ণাঙ্গ তালিকা (অঞ্চলভিত্তিক)
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার যে ৭৫টি দেশকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ বিবরণ নিচে দেওয়া হলো:

দক্ষিণ ও মধ্য এশিয়া:
১. বাংলাদেশ ২. পাকিস্তান ৩. আফগানিস্তান ৪. নেপাল ৫. ভুটান ৬. মালদ্বীপ ৭. কাজাখস্তান ৮. কিরগিজস্তান ৯. উজবেকিস্তান ১০. তাজিকিস্তান 

মধ্যপ্রাচ্য: ১১. ইরান ১২. ইরাক ১৩. ইয়েমেন ১৪. সিরিয়া  ১৫. লেবানন  ১৬. জর্ডান ১৭. কুয়েত ১৮. ওমান 

আফ্রিকা:  ১৯. মিশর ২০. নাইজেরিয়া ২১. সোমালিয়া ২২. সুদান ২৩. দক্ষিণ সুদান ২৪. লিবিয়া ২৫. ইথিওপিয়া ২৬. চাদ ২৭. ঘানা ২৮. গাম্বিয়া
২৯. সেনেগাল ৩০. সিয়েরা লিওন ৩১. লাইবেরিয়া ৩২. উগান্ডা ৩৩. রুয়ান্ডা ৩৪. কঙ্গো প্রজাতন্ত্র ৩৫. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (DRC)
৩৬. আলজেরিয়া ৩৭. ক্যামেরুন ৩৮. কেপ ভার্দে ৩৯. ইরিত্রিয়া ৪০. গিনি ৪১. আইভরি কোস্ট ৪২. মরক্কো ৪৩. তানজানিয়া ৪৪. টোগো
৪৫. তিউনিসিয়া ৪৬. জিম্বাবুয়ে ৪৭. অ্যাঙ্গোলা ৪৮. বুরকিনা ফাসো ৪৯. জিবুতি ৫০. বুরুন্ডি ৫১. মৌরিতানিয়া

ইউরোপ ও ইউরেশিয়া: ৫২. রাশিয়া ৫৩. বেলারুশ ৫৪. ইউক্রেন (অঞ্চলভেদে) ৫৫. জর্জিয়া ৫৬. আর্মেনিয়া ৫৭. আজারবাইজান
৫৮. বসনিয়া ও হার্জেগোভিনা ৫৯. আলবেনিয়া ৬০. কসোভো ৬১. মেসিডোনিয়া ৬২. মলদোভা ৬৩. মন্টিনিগ্রো ৬৪. সার্বিয়া

 অন্যান্য: ৬৫. ব্রাজিল ৬৬. কলম্বিয়া ৬৭. কিউবা ৬৮. হাইতি ৬৯. ভেনিজুয়েলা ৭০. নিকারাগুয়া ৭১. গুয়াতেমালা ৭২. হন্ডুরাস
৭৩. এল সালভাদর ৭৪. থাইল্যান্ড ৭৫. ফিলিপাইন (দক্ষিণাঞ্চলীয় নির্দিষ্ট এলাকা)

আগামী ২১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য এই নির্দেশ কার্যকর হওয়ায়, যারা ইতিমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন বা ইন্টারভিউয়ের অপেক্ষায় আছেন, তাদের প্রক্রিয়াটি ঝুলে যাবে। "পুনর্মূল্যায়ন" শেষ না হওয়া পর্যন্ত কনস্যুলার অফিসগুলো নতুন করে কোনো ভিসা ইস্যু করবে না।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোর হাজার হাজার শিক্ষার্থী এবং অভিবাসন প্রত্যাশী বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বেন। পরবর্তী নির্দেশনার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *