:

ভেনিজুয়েলায় অভিযান: ট্রাম্পের ক্ষমতা খর্ব করতে সিনেটের পদক্ষেপ

top-news

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার পর, মার্কিন সিনেট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা (War Powers) নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার সিনেটে  ভোটাভুটিতে ৫২-৪৭ ভোটে একটি প্রস্তাব পাস হয়, যার মাধ্যমে ট্রাম্পের একতরফা সামরিক সিদ্ধান্ত গ্রহণের পথ সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে। খবর রয়টার্স।

সম্প্রতি মার্কিন স্পেশাল ফোর্সের এক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এই অভিযানের পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ এবং দেশটিতে দীর্ঘমেয়াদী উপস্থিতির ইঙ্গিত দিলে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাট ও কয়েকজন রিপাবলিকান সিনেটর মিলে এই প্রস্তাবটি সামনে আনেন।

সিনেটের এই ভোটাভুটিতে ডেমোক্র্যাটদের সাথে যোগ দেন পাঁচজন রিপাবলিকান সিনেটর। তারা হলেন—র্যান্ড পল, লিসা মুরকোস্কি, জশ হলি, সুসান কলিন্স এবং টড ইয়াং। এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো, কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলায় নতুন করে কোনো সামরিক হামলা বা দীর্ঘস্থায়ী সংঘাতের সিদ্ধান্ত নেওয়া থেকে প্রেসিডেন্টকে বিরত রাখা।

রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বলেন, "মাদুরোকে আটকের অভিযানটি অত্যন্ত নিখুঁত হলেও, কংগ্রেসের নির্দিষ্ট অনুমোদন ছাড়া আমি সেখানে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন বা দীর্ঘমেয়াদী কোনো সামরিক সম্পৃক্ততা সমর্থন করি না।"

সিনেটরদের একাংশ মনে করছেন, সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকা উচিত এবং প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন।

প্রস্তাবটি সিনেটে প্রাথমিকভাবে এগিয়ে গেলেও এটি আইনে পরিণত হতে আরও পথ পাড়ি দিতে হবে। পরবর্তীতে এটি সিনেটে চূড়ান্ত ভোটের মুখোমুখি হবে এবং এরপর রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে (House of Representatives) পাস হতে হবে।

তবে ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত এটি পাস হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো (Veto) দিতে পারেন। তবুও, নিজ দলের সিনেটরদের এই বিরোধিতা ট্রাম্পের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *