:

নিউইয়র্ক টাইমসের রেকর্ড আয়: রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০১ মিলিয়ন ডলার

top-news

ডিজিটাল সাবস্ক্রিপশন ও অনলাইন বিজ্ঞাপন থেকে চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রত্যাশার চেয়েও ভালো আয় করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা নিউইয়র্ক টাইমস কোম্পানি। গত বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির সমন্বিত পরিচালন মুনাফা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। খবর দ্য নিউইয়র্ক টাইমস।

বর্তমানে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৫৯ সেন্ট, যা বাজারের পূর্বাভাস ৫৪ সেন্টের চেয়ে বেশি। আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে প্রায় ৩১ শতাংশ। মোট রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০১ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় সাড়ে ৯ শতাংশ বেশি।

চলতি বছরের সেপ্টেম্বর শেষে নিউইয়র্ক টাইমসের মোট সাবস্ক্রাইবার ১ কোটি ২৩ লাখ ৩০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে ১১ লাখ ৭৬ হাজার ডিজিটাল সাবস্ক্রাইবার। গেল তিন মাসে নতুন করে যুক্ত হয়েছে আরো ৪ লাখ ৬০ হাজার ডিজিটাল গ্রাহক।

ডিজিটাল সাবস্ক্রিপশন রাজস্ব ১৪ শতাংশ বেড়ে ৩৬ কোটি ৭৪ লাখ ডলার হয়েছে। এ সাফল্যের মূল কারণ গ্রাহকদের জন্য একাধিক পণ্যের বান্ডেল সাবস্ক্রিপশন কৌশল। বর্তমানে মোট গ্রাহকের অর্ধেকের বেশি বান্ডেল বা একাধিক পণ্যের সাবস্ক্রিপশন নিয়েছেন।

অন্যদিকে অনলাইনে গ্রাহক আগ্রহ বাড়ায় প্রিন্ট সাবস্ক্রিপশন ক্রমাগত কমছে। তৃতীয় ত্রৈমাসিকে প্রিন্ট গ্রাহক সংখ্যা ৫০ হাজার কমে ৫ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। প্রিন্ট থেকে প্রাপ্ত রাজস্ব ৩ শতাংশ কমে ১২ কোটি ৭২ লাখ ডলার হয়েছে।

তৃতীয় ত্রৈমাসিকে মোট বিজ্ঞাপন রাজস্ব ১১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৩ কোটি ২৩ লাখ ডলার হয়েছে। এর মধ্যে শুধু ডিজিটাল বিজ্ঞাপন থেকেই আয় হয়েছে ৯ কোটি ৮১ লাখ ডলার। অন্যদিকে প্রিন্ট বিজ্ঞাপন আয় কমেছে ৭ শতাংশ।

প্রতিষ্ঠানটি বলছে, মাল্টিমিডিয়া ও ব্র্যান্ডেড কনটেন্টে বিজ্ঞাপনদাতাদের আগ্রহই ডিজিটাল আয় বৃদ্ধির মূল কারণ।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাষায়, ডিজিটাল ও মাল্টিপ্রোডাক্ট ইকোসিস্টেমে পাঠকের সম্পৃক্ততা বাড়ানোই এখন তাদের প্রধান লক্ষ্য। বহুমুখী রাজস্ব উৎস ও ঋণমুক্ত আর্থিক কাঠামো আমাদের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করছে। (সুত্র: দৈনিক বণিক বার্তা)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *