:

রাউজানে বিএনপি’র দু’ গ্রুপের সংঘর্ষ: গোলাম আকবর খন্দোকারসহ আহত ১৮ : কমিটি বিলুপ্ত

top-news

চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মসুচিকে কেন্দ্র করে দলটির দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও  উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার সহ অন্তত ১৮জন আহত হয়েছে। বিকেলে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তরঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার অনুসারীদের দায়ী করেছে গোলাম আকবর খন্দোকার।

এদিকে, চট্টগ্রামের রাউজানে বিএনপির দ’ুপক্ষের সংঘর্ষের ঘটনার পরপরই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার (২৯ জুলাই) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দীন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন। 

এসময় বিপরীত দিক থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে শোভাযাত্রা নিয়ে সত্তরঘাট এলাকায় পৌঁছায়। এসময় দু’পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গোলাম আকবর খোন্দকারের গাড়িবহরে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার গাড়িও ভাঙচুর করা হয়। 

ঘটনার জন্য গোলাম আকবর খন্দোকার বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার অনুসারীদের দায়ী করেছেন। তাকে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি আহত হন। এর আগে তাকে প্রতিরোধ করার একটি সার্কূলার দেয়া হয়। সেটি তিনি দলের হাইকামান্ডকে জানিয়েছেন বলেও জানান।

এদিকে, ঘটনার পরপরই গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা ঘটনাস্থলে একটি বিক্ষোভ মিছিল করেন। বর্তমানে রাউজানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন করা হয়। 

https://newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *