:

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

top-news

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার জেরে সৃষ্ট পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ।

যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করবে না সরকার। প্রয়োজনে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের পরিচালকবৃন্দ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ড. আসিফ নজরুল বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন।

উপদেষ্টা বলেন, “বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়। কেন আমরা এই অবস্থানে আছি, তা আইসিসিকে বোঝাতে সক্ষম হব বলে আশা রাখি।”

 তিনি জোর দিয়ে বলেন, “আমাদের ক্রিকেটার, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না।”

বাংলাদেশ ক্রিকেট খেলতে চায় উল্লেখ করে তিনি বলেন, “আমরা ক্রিকেট পাগল জাতি। আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই। তবে জাতির অবমাননার বিনিময়ে নয়। বিশ্বকাপের আরেক আয়োজক দেশ শ্রীলংকায় আমরা খেলতে চাই।”

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসিকে ভারতে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়।

বিসিবির উদ্বেগের জবাবে আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তারা বাংলাদেশের তোলা উদ্বেগ সমাধানে এবং নিরপেক্ষভাবে বিষয়টি পর্যালোচনায় একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশ আশা করছে, আইসিসি যৌক্তিকতা বিবেচনা করে দলের অর্জিত বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগটি মসৃণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *