২০২৬ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাবে ৬১০ কোটি টাকা
- ডেস্ক রিপোর্ট:
- 17 Dec, 2025
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আর্থিক পুরস্কার হিসেবে রেকর্ড ৫ কোটি ডলার পাবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১০ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা।
বুধবার বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই ঘোষণা দিয়েছে।
এবারের বিশ্বকাপের জন্য ফিফা মোট ৬৫ কোটি ৫০ লাখ ডলারের বিশাল পুরস্কার তহবিল ঘোষণা করেছে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৭৯৯৮ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা। এই তহবিল ২০২২ সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের (৪৪ কোটি ডলার) তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ মিলে আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই আসরে প্রথমবার অংশ নেবে ৪৮টি দল। গত আসরে দলের সংখ্যা ছিল ৩২টি।
গতবার কাতারের মাটিতে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। এবার শিরোপাজয়ীরা পাবে ৫ কোটি ডলার। রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। গত আসরের রানার্সআপ ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার। এবার তৃতীয় স্থান অর্জনকারী দল ২ কোটি ৯০ লাখ এবং চতুর্থ হওয়া দল ২ কোটি ৭০ লাখ ডলার পাবে।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ৯০ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া, প্রস্তুতির খরচ হিসেবে প্রতিটি দল অতিরিক্ত ১৫ লাখ ডলার করে পাবে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

