চা' বোর্ডের অভিযান উচ্ছেদ অভিযান
- ডেস্ক রিপোর্ট:
- 08 Jan, 2026
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদে অবৈধ দখলদার মডার্ন ষ্টীল মিলস-কে উচ্ছেদ করে চা বোর্ডের শতাধিক কোটি টাকার ৬৫ শতক জায়গা উদ্ধার করা হয়েছে।
সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদ এর নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
চা বোর্ডের কর্মকর্তারা জানান, চা বোর্ড এর ৬৫ শতক জায়গা ২০০৮ সালে মর্ডান স্টীল মিলস লি ও রতনপুর স্টীল মিলস লিঃ-কে ভাড়া দেয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী ২০২২ সালের পর চা বোর্ডের প্রধান কার্যালয় নির্মাণ ও কর্মচারীদের আবাসন নির্মাণের লক্ষ্যে উক্ত জায়গা খালি করে দেয়ার জন্য ভাড়াটিয়াকে পত্র দেয়া হয়।
২০২২ সালে ভাড়া চুক্তির মেয়াদ শেষ হলেও ভাড়াটিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ৬৫ শতক জায়গা জোরপূর্বক দখল করে রাখে। এমনকি তারা চা বোর্ডের ভাড়া দুই কোটি ২৪ লাখ টাকাও পরিশোধ করেনি।
উচ্চ আদালত ২০২৫ সালের এক জুন ভাড়াটিয়াকে চা বোর্ডের সকল পাওনা পরিশোধের জন্য আদেশ দেয়ার পরও আদালতের আদেশ অমান্য করে। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গা দখলমুক্ত করা হয়।
সরকারি জমি দখল ছাড়াও বিভিন্ন ব্যাংকের প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে মডার্ন ষ্টীল মিলস লিমিটেড ও রতনপুর স্টীল মিলস লিঃ এর বিরুদ্ধে । এছাড়া পাওয়ার গ্রিড বাংলাদেশ এর পাওনা রয়েছে ১কোটি ২১ লাখ টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাওনা ২৬ কোটি টাকা।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

