:

চলে গেলেন সাবেক ছাত্র নেতা সাইফুদ্দিন খালেদ খসরু

top-news

চলে গেলেন সাবেক ছাত্র নেতা, ইউসিবি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা সাইফুদ্দিন খালেদ খসরু। সোমবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ইন্তেকাল করেন,(ইন্না লিল্লাহে....রাজেউন)। তিনি দীর্ঘ ধরে স্ট্রোকজনিত সমস্যায় ভূগছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামে প্রগতিশীল মনোভাপন্ন বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

তার বয়স হয়ে ছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাংখী রেখে যান। 

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থী সাইফুদ্দিন খালেদ খসরুর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডর মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালিতে। তার বাবা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, সাহিত্যিক ডঃ রশিদ আল ফারুকী। চাচা ড. ইনামুল হক ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের উপাচার্য। বেশ সভ্রান্ত পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। পেশগত জীবনে তিনি ছিলেন ব্যাংকার। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক চট্টগ্রাম ওয়াসা শাখার ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।

সাইফুদ্দিন খালেদ খসরু ছাত্র জীবনে প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন। ৮০’র শেষ দিকে এবং ৯০শুরুতে তিনি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামসহ প্রগতিশীল সকল আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।

প্রায়ত সাইফুদ্দিন খালেদ খসরু স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতাবিরোধী, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। ছাত্র আন্দোলনের দায়িত্ব শেষে প্রগতিশীল যুব আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তিনি বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সহসভাপতি, এবং সমাজ সমীক্ষা সংঘ, প্রগতির যাত্রী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

আজীবন বৈষম্যহীন, সাম্যভিত্তিক সমাজের স্বপ্ন বুনা প্রগতিশীল আন্দোলনের কর্মি সাইফুদ্দিন খালেদ খসরুর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের কমিউনিস্ট পাটি, চট্টগ্রাম জেলা কমিটি, বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলা কমিটি, খেলাঘর,চট্টগ্রাম মহানগর শাখা, বাংলাদেশে ছাত্র ইউনিয়নম চট্টগ্রাম জেলা কমিটি, প্রগতির যাত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজাসহ তাঁর অসংখ্য শুভাকাংখীও সহকর্মি শোক প্রকাশ করেছেন। শোকবার্তা তাঁর দীর্ঘ ছাত্র আন্দোলন, রাজনৈতিক, সামাজিক আন্দোলনের অবদানের কথা স্মরণ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। 

https://newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *