সপ্তাহের শুরুতে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- ডেস্ক রিপোর্ট:
- 11 Jan, 2026
সপ্তাহের প্রথম কর্মদিবসে আবারও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ রোববার (১১ জানুয়ারি) সকালে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার বাতাস ছিল সবচেয়ে দূষিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর লাইভ সূচক অনুযায়ী, আজ সকাল ৮টা ২ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৫৭।
বাতাসের এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এর আগে, সাপ্তাহিক ছুটির দুই দিন শুক্র ও শনিবারেও দিনভর ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।
তালিকায় অন্য শহরের অবস্থান: ঢাকার পরেই দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির দূষণ স্কোর ২২৭, অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়েছে। এছাড়া ২১৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।
স্কোর ও ঝুঁকির মাত্রা: আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। স্কোরের ভিত্তিতে বায়ুর মান নিম্নোক্তভাবে শ্রেণিবদ্ধ করা হয়:
০ থেকে ৫০: ভালো (Good)
৫১ থেকে ১০০: মাঝারি বা সহনীয় (Moderate)
১০১ থেকে ১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর (Unhealthy for Sensitive Groups)
১৫১ থেকে ২০০: অস্বাস্থ্যকর (Unhealthy)
২০১ থেকে ৩০০: খুবই অস্বাস্থ্যকর (Very Unhealthy)
৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক (Hazardous)
আজকের স্কোর ২৫৭ হওয়ায় ঢাকার বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি এ
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

