মিয়ানমারে অভ্যন্তরীন সংঘাত: টেকনাফ সীমান্তে গুলিতে কিশোরী নিহত
- ডেস্ক রিপোর্ট:
- 11 Jan, 2026
বাংলাদেশ-টেকনাফ সীমান্তের ওপয়ারে মিয়ানমারে সে দেশের সকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলেছ। সংঘর্ষের জেরে সেখান থেকে আসা গুলিতে এক বাংলাদেশী কিশোরী তার বাড়ির সামনে নিহত হয়েছে।
আজ রোববার (১১ জানুয়ারী) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেস্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম তানজিনা আক্তার (১২)। সে ওই এলাকার মোহাম্মদ জসিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১১টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত সীমান্তের ওপারে তোতারদ্বীপ এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘাত চলে। রাতভর গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এপারের সীমান্ত এলাকা।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তানজিনা বাড়ির সামনে খেলছিল। এ সময় মিয়ানমার থেকে আসা একটি গুলি এসে লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন টেকনাফ সড়কের খেয়াঘাট এলাকায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন।
হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা বলেন, গত দুই-তিন দিন ধরে সীমান্তে থেমে থেমে গোলাগুলি হচ্ছিল।
শনিবার রাত থেকে পরিস্থিতির অবনতি হয়। তীব্র গোলাগুলি চলায় সীমান্ত এলাকার অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যান। আজ সকাল ১০টা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

