:

ইসিতে আপিল: প্রথম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন

top-news

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) প্রথমদিনের আপিল শুনানি শেষে ৫১ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ ছাড়া একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষ এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক।

এদিন সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতির পর বিকাল ৫টা পর্যন্ত শুনানি চলে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন আপিল শুনানি গ্রহণ করেন। শুনানিতে আপিলকারী প্রার্থী বা তাদের আইনজীবীরা মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন। অপরদিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা তার প্রতিনিধিরা মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের পক্ষে কারণ ব্যাখ্যা করেন। শুনানি শেষে আপিলের রায় তাৎক্ষণিকভাবে জানিয়ে দেয় নির্বাচন কমিশন।

শুনানি শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আজ মোট ৭০টি আপিলের শুনানি হয়। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর, ১৫টি নামঞ্জুর এবং তিনটি আপিল মুলতবি রাখা হয়েছে। মুলতবি তিনটির মধ্যে একটি আপিল আগামীকাল রোববার বিকাল ৫টা পর্যন্ত এবং বাকি দুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত মুলতবি থাকবে। এসব আপিলে তথ্যগত কিছু অসংগতি রয়েছে, যা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নেয়া হবে।

মো. রুহুল আমিন মল্লিক জানান, মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে ৫১টি ছিল মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে। ফলে ইসির রায়ে ওই ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অপরদিকে মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে দায়ের করা একটি আপিল মঞ্জুর হওয়ায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে গ্রহণ করা একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া ১৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *