নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না: সালাহউদ্দিন আহমেদ
- ডেস্ক রিপোর্ট:
- 08 Jan, 2026
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বীরকে হত্যার ঘটনাকে ‘পতিত স্বৈরাচারী শক্তির গভীর ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে নির্বাচন বা গণতন্ত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত করার অপচেষ্টা কখনোই সফল হবে না।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গতকাল বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্টার হোটেলের কাছে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বীর।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা লক্ষ্য করছি সম্প্রতি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। গতকালের হত্যাকাণ্ডটিও তারই অংশ। ধারণা করা হচ্ছে, পতিত স্বৈরাচারী শক্তি এখনো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং গণতন্ত্রে উত্তরণের পথ কঠিন করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু এ দেশের মানুষ গণতন্ত্রে ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ, তাই ষড়যন্ত্রকারীদের কোনো প্রচেষ্টাই সফল হবে না।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনের প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, “গণভোট ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলগুলো যুক্তি ও দাবি তুলে ধরেছিল। শেষ পর্যন্ত তারা বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে পেরেছে। এখন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বা অন্য কোনো বিষয়ে অভিযোগ থাকলে তারা নির্বাচন কমিশনকে জানাবে। কমিশন ও সরকার যথাযথভাবে সেগুলোর সমাধান করবে।”
দলের ভেতরে আসন সমঝোতা ও মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “একটি বড় দল হিসেবে সবারই প্রত্যাশা থাকে। তবে বহু দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে আমাদের দলের অনেককে বঞ্চিত করতে হয়েছে। আমরা তাদের ডেকে বোঝানোর চেষ্টা করছি। প্রয়োজনে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের শান্ত করা হবে।”
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

