সাগরের ২ কিমি গভীরেও প্লাস্টিক: কমছে মাছ, জেলিফিশের দখলে বঙ্গোপসাগর
- ডেস্ক রিপোর্ট:
- 06 Jan, 2026
বঙ্গোপসাগরের তলদেশে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। সাগরে আশঙ্কাজনক হারে কমেছে মাছের সংখ্যা, বিপরীতে অস্বাভাবিকভাবে বেড়েছে জেলিফিশের উপদ্রব। উদ্বেগের বিষয় হলো, সাগরের দুই হাজার মিটার (দুই কিলোমিটার) গভীরতাতেও পৌঁছে গেছে প্লাস্টিক দূষণ।
তবে ধ্বংসের এই চিত্রের মাঝেও আশার আলো দেখিয়েছে প্রকৃতি। জরিপে নতুন ৬৫ প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।
মঙ্গলবার (আজ) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা ‘সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেম’ বিষয়ক বিশেষ জরিপ ও গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বাস্তুতন্ত্রে বড় আঘাত: জেলিফিশের আধিপত্য
গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক সায়েদুর রহমান চৌধুরী। তিনি জানান, ২০১৮ সালের তুলনায় গভীর ও স্বল্প গভীর—উভয় সমুদ্রেই বড় মাছের সংখ্যা কমেছে।
তিনি বলেন, ‘‘বাংলাদেশে গভীর সমুদ্রে জেলিফিশের আধিক্য মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এটি সাগরের ইকোসিস্টেম ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতার লক্ষণ। মূলত ‘ওভারফিশিং’ বা অতিরিক্ত মাছ শিকারের কারণেই এমনটি হয়েছে।’’
‘সোনার ফিশিং’ নিয়ে কঠোর সতর্কবার্তা
বৈঠকে আধুনিক প্রযুক্তির ‘সোনার ফিশিং’ (Sonar Fishing) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘‘এভাবে প্রযুক্তির সাহায্যে টার্গেটেড ফিশিং চলতে থাকলে বঙ্গোপসাগর মাছশূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সোনার ফিশিং নিয়ন্ত্রণে সরকার শীঘ্রই কঠোর সিদ্ধান্ত নেবে।’’
উদ্বেগ: গভীর সমুদ্রে প্লাস্টিক দূষণ ও জেলিফিশের বৃদ্ধি
হুমকি: ‘সোনার ফিশিং’ ও অতিরিক্ত মৎস্য আহরণ
সম্ভাবনা: টুনা মাছ, নতুন ৬৫ প্রজাতি এবং সুন্দরবনের ফিশিং নার্সারি
নতুন সম্ভাবনা: টুনা ফিশ ও ফিশিং নার্সারি
উদ্বেগের পাশাপাশি গবেষণায় নীল অর্থনীতির অপার সম্ভাবনার কথাও উঠে এসেছে:গভীর সমুদ্রে টুনা মাছের প্রচুর আধিক্য পাওয়া গেছে। সুন্দরবনের তলদেশে একটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ‘ফিশিং নার্সারি’র সন্ধান মিলেছে। আবিষ্কৃত হয়েছে ৬৫টি নতুন প্রজাতির জলজ প্রাণী।
নীল অর্থনীতির দিগন্ত উন্মোচনে প্রধান উপদেষ্টা
প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘আমাদের স্থলভাগের সমপরিমাণ অঞ্চল জলভাগেও রয়েছে। কিন্তু এই বিশাল সম্পদ আমরা কাজে লাগাতে পারিনি, এমনকি সম্পদের পরিমাণ বা সম্ভাবনা সম্পর্কেও আমরা অজ্ঞ। এই সম্পদকে কাজে লাগাতে পর্যাপ্ত গবেষণা ও নীতি সহায়তা প্রয়োজন।’’
তিনি জাপান, ইন্দোনেশিয়া ও মালদ্বীপের সাথে যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘‘সমস্যা চিহ্নিত করে বিশেষজ্ঞদের সহায়তায় অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করতে হবে।’’
যেভাবে হলো এই জরিপ
গবেষণা জাহাজ ‘আর.ভি. ড. ফ্রিৎজফ ন্যানসেন’-এর মাধ্যমে গত বছরের ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়। এতে বাংলাদেশসহ আটটি দেশের ২৫ জন বিজ্ঞানী অংশ নেন, যার মধ্যে ১৩ জনই ছিলেন বাংলাদেশি।
বৈঠকে আরও জানানো হয়, সমুদ্র গবেষণার সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের রয়্যাল নেভির সার্ভে ভেসেল ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Nikita Joshi
Hi http://newspluse24.com, Could you please tell me if you want to show your website on top in Google searches and to increase organic traffic on your website. We are a digital marketing company that deals in SEO and we can bring your website to the first page of Google as we are helping more than 100+ websites to get them top in Google. Please let me know if you would like to discuss this opportunity. If you are interested, I can send you our past work, pricing and proposals. Thank you, Nikita
Nikita Joshi
Hi http://newspluse24.com, Just had a look at your site – it’s well-designed, but not performing well in search engines. Would you be interested in improving your SEO and getting more traffic? I can send over a detailed proposal with affordable packages. Warm regards, Nikita
Jerry Styers
Submit newspluse24.com to Google Index to have it appear in search results Enlist newspluse24.com now at https://searchregister.org
Jo Allingham
Hi, List newspluse24.com in S.E.O. DIRECTORY for a better ranking in the Search Results order. Join at https://SEODIR.pro
Jeramy Bedford
Users search using AI more & more. Add newspluse24.com to our AI-optimized directory now to increase your chances of being recommended / mentioned. List it here: https://AIREG.pro

