:

নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

top-news

হলফনামার তথ্যে গরমিল থাকায় বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আজ শুক্রবার বিকেলে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।

এ আসনের আরেক প্রার্থী জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ করেন।
তিনিজানান, শরিফুল ইসলাম জিন্নাহ হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

অন্যদিকে, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যে গরমিল থাকায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে এর আগে ঋণখেলাপি হিসেবে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এতে তার নির্বাচনে অংশগ্রহণ বাধার মুখে পড়েছিল।

পরে গত ২৯ ডিসেম্বর এ সিদ্ধান্তের ওপর চেম্বার আদালত স্থগিতাদেশ দিলে তার নির্বাচন করতে আইনি বাধা কেটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *