তারেক রহমানের কাছে নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি
- ডেস্ক রিপোর্ট:
- 31 Dec, 2025
ড. এস জয়শঙ্করের ওই পোস্টের বরাতে জানানো হয়েছে, ভারত সরকার ও সে দেশের জনগণ খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ঢাকা পৌঁছে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তুলে দেন।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ড. এস জয়শঙ্করের ওই পোস্টের বরাতে জানানো হয়েছে, ভারত সরকার ও সে দেশের জনগণ খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছে।
এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বিশ্বাস করেন, খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ দুই দেশের অংশীদারত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

