খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক
- ডেস্ক রিপোর্ট:
- 30 Dec, 2025
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই সাত দিন দলের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণসহ বেশ কিছু কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করার পর এক সংবাদ সম্মেলনে দলের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার দাফন ও রাষ্ট্রীয় মর্যাদার বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সাত দিনের শোক কর্মসূচি
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল সাত দিনের শোক পালন করবে।কর্মসূচিগুলো হলো:
কালো পতাকা উত্তোলন: আগামী সাত দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে।
কালো ব্যাজ ধারণ: শোক পালনকালে দলের সর্বস্তরের নেতাকর্মীরা সাত দিন কালো ব্যাজ ধারণ করবেন।
কোরআন খতম ও দোয়া মাহফিল: আগামী সাত দিন প্রতিটি দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শোক বই খোলা: কেন্দ্রীয়ভাবে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোক বই খোলা হবে। এ ছাড়া জেলা পর্যায়ের দলীয় কার্যালয়গুলোতেও শোক বই থাকবে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা শোকবার্তা লিখবেন ও স্বাক্ষর করবেন।
খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে জানান রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফোন করেছিলেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে সরকারের বিশেষ ক্যাবিনেট বৈঠক ডাকা হয়েছে। সেখানে খালেদা জিয়ার দাফন ও তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মির্জা ফখরুল বলেন, সরকারের কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেবে বিএনপি। দুপুর সাড়ে ১২টার দিকে দলের স্থায়ী কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

