:

এনসিটি রিট মামলা: রায় ৪ ডিসেম্বর

top-news

চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের রায় আগামী ৪ ডিসেম্বর দেবেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম এ রিট আবেদন করেছিলেন। আবেদনের পর গত ৩০ জুলাই হাইকোর্টের আরেকটি বেঞ্চ একটি রুল জারি করেন।

রুলে উন্মুক্ত দরপত্র ছাড়াই ওই টার্মিনালের কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়।

আজ ওই রুলের ওপর আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন।

রিটকারীর পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন, অ্যাডভোকেট আহসানুল করিম এবং ব্যারিস্টার কায়সার কামাল , ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আনিক আর হক যুক্তিতর্ক উপস্থাপন করেন।

শুনানি নিউমুরিং কনটেইনার টার্মিনালটি ২০০৭ সালে দুই হাজার ৭১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। বর্তমানে এটি চট্টগ্রাম বন্দরের অন্যতম বড় টার্মিনাল। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় একটি অংশ এই টার্মিনালের ওপর নির্ভরশীল।
 
বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড টার্মিনালটি পরিচালনা করছে। বিদেশি অপারেটর দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তারাই এটি পরিচালনা করবে।

টার্মিনালটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে চুক্তির প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *