এনসিটি নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত
- ডেস্ক রিপোর্ট:
- 20 Nov, 2025
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ মৌখিক নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন। নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এ রিট আবেদন করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এর আগে গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট।
এ প্রসঙ্গে আইনজীবী আহসানুল করীম বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে চুক্তির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
আগামী মঙ্গলবার এর ওপর আবার শুনানি হবে। এক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় আদালতের সামনে তুলে ধরেছিলাম। প্রথমত, কোনো বিদ্যমান কাঠামো নিয়ে বন্দোবস্ত করা যায় না। যা তারা করছে। এছাড়াও এখানে নেভি ও এয়ার বেইজ থাকায় বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি জড়িত।
সেইসঙ্গে মন্ত্রিপরিষদই পারে এ ধরনের সিদ্ধান্ত নিতে। এখন সংসদ না থাকয় প্রধানমন্ত্রীও নেই। সুতরাং এ ধরনের চুক্তি এ মুহূর্তে করা যাবে না।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নির্মিত হয় ২০০৭ সালে। বৃহৎ এই টার্মিনালটি নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনে বন্দর কর্তৃপক্ষ ধাপে ধাপে মোট ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করেছে। চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কনটেইনারের অধিকাংশ এই টার্মিনাল দিয়ে পরিবহন হয়। বর্তমানে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার আগপর্যন্ত চিটাগং ড্রাইডক লিমিটেড এই টার্মিনালটি পরিচালনা করার কথা রয়েছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

