:

আসছে ঘুর্ণিঝড় মন্থা: মঙ্গলবার আছড়ে পড়তে পারে ভারতের উপকূলে

top-news

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় সৃষ্ট নিম্মচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,  নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মন্থা’।

আবহাওয়াবিদরা বলছেন, মন্থা শক্তিশালী হয়ে ‘সিভিয়ার সাইক্লোন’ অর্থাৎ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নিম্নচাপটি চট্টগ্রাম থেকে প্রায় ১ হাজার ৩৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার এবং পায়রা থেকে প্রায় ১ হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

নিম্নচাপটি এখন পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’। এটি থাইল্যান্ডের দেওয়া নাম। স্থানীয় ভাষায় যার অর্থ ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে ভারতের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারের মধ্যেই নিম্মচাপটি ঘুর্ণিঝড়ে পরিণত হবে।  শক্তি বাড়িয়ে তা পরিণত হতে পারে ‘প্রবল ঘূর্ণিঝড়ে’। মঙ্গলবার, ২৮ অক্টোবর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঘুর্ণিঝড়টি আছড়ে পড়বে উপকূলে। 

প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছোবে বলে জানিয়েছে কোলকাতার আলিপুর আবহাওয়া অফিস। মঙ্গলবার সেখানে মছিলিপত্তনম এবং কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনমের মাঝের অংশ দিয়ে তা স্থলভাগে আছড়ে পড়তে পারে। সেই সময় বাতাসের গতিবেগ ১০০ কিলোমিটারও ছাড়িয়ে যেতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *