:

ব্রাজিল থেকে আমদানি করা স্ক্র্যাপ লোহার কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত

top-news

চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আমদানি করা  স্ক্র্যাপ লোহায় একটি কন্টেইনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। গত ৩ আগস্ট চট্টগ্রাম বন্দরের জিসিবি টার্মিনালের ৯ নম্বর জেটিতে ‘এমভি মাউন্ট ক্যামেরন’ জাহাজ থেকে কনটেইনারটি বন্দরে নামানো হয়। এরপর বুধবার বন্দর থেকে কনটেইনারটি খালাস নেওয়ার সময় মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমস যন্ত্রে তেজস্ক্রিয়তা থাকার সংকেত বেজে ওঠে।

এরপরই কনটেইনারটির খালাস স্থগিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় কন্টেইনারটিতে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে এক মাইক্রোসিয়েভার্টস।  এটি উচ্চ মাত্রার না হলেও বিষয়টি খতিয়ে দেখতে পরমানু শক্তি কমিশনকে পরিক্ষা-নীরিক্ষার জন্য চিঠি দিয়েছে। পরমানু শক্তি কশিনের সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কাষ্টমস কর্তৃপক্ষ। বিশে^র চারটি বন্দর ঘুরে চট্টগ্রাম থেকে স্ক্র্যাপ বোঝাই কন্টেইনার খালাসকালে তেজস্ক্রিয়তার বিষয়টি ধরা পড়ে।

চট্টগ্রাম বন্দর ও কাষ্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাজিল থেকে ৫টি কন্টেইনারে ১৩৫টন স্ক্র্যাপ আমদানী করে ঢাকার ডেমরার রড তৈরির কারখানা আল আকসা স্টিল মিলস লিমিটেড। ব্রাজিলের উত্তরের শহর মানাউস থেকে এসব কনটেইনারে  স্ক্র্যাপ বোঝাই করা হয়। চ্টগ্রাম বন্দর থেকে খালাস কালে এরমধ্যে একটি কন্টেইনারে থোরিয়াম, রেডিয়াম ও ইরিডিয়াম নামে রেডিওনিউক্লাইড আইসোটোপ জাতীয় তেজস্ক্রিীয়তা শনাক্ত করা হয়। 
আমদানি করা এসব স্ক্যাপ জাহাজ গত ৩০মার্চ ব্রাজিলের মানাউস বন্দর থেকে এমএসসির একটি জাহাজে জাহাজীকরণ করা হয়। এরপর ১৮ এপ্রিল পানামা ক্রিস্টোবাল বন্দরে নামিয়ে রাখা হয়। সেখান থেকে ৩ মে আরেকটি জাহাজে তুলে নেদারল্যান্ডসের রটারড্যাম বন্দরে নেওয়া হয়। রটারড্যাম থেকে ২ জুন আরেকটি জাহাজে তুলে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নেওয়া হয়। কলম্বো বন্দরে জাহাজ থেকে কনটেইনারটি নামানো হয় ১৫ জুলাই। সর্বশেষ ২৮ জুলাই কলম্বোর সাউথ এশিয়া গেটওয়ে টার্মিনাল থেকে চট্টগ্রামমুখী জাহাজ মাউন্ট ক্যামরনে তুলে দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় ৩ আগস্ট।

এর আগে ২০২১ সালের ১৪ ডিসেম্বর ব্রাজিল থেকে আনা স্ক্র্যাপে তেজস্ক্রিয়তা ধরা পড়লে সেগুলি ২০২২সালে ব্রাজিলে আবার ফেরত পাঠানো হয়।

https://newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *