জনগণের আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ: সিইসি

- ডেস্ক রিপোর্ট:
- 09 Aug, 2025
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনাকারী পুলিশ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। তারা দেখেছে এসব প্রতিষ্ঠান ঠিকমত কাজ করে না। তাই তাদের আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সিইসি বলেন, বিগত নির্বাচনে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, শিক্ষকদের নিয়ে সিরিয়াসলি ভাবছি। আমরা চেষ্টা করছি, যথাসাধ্য তাদের ব্যবহার না করা। কিন্তু আমরা তো নতুন করে কাউকে নিয়োগ দিতে বা বিদেশ থেকে আমদানি করতে পারব না। দেশের মানুষকে দিয়েই নির্বাচন করতে হবে। ওদের মধ্যে থেকে এদিক-ওদিক করতে হবে।
তিনি বলেন, আমার যতক্ষণ হুশ (জ্ঞান) রয়েছে, ততক্ষণ আমি কারো পক্ষে থাকব না। নির্বাচনের আইন-কানুন মেনে প্রফেশনালি ও নিরপেক্ষভাবে নির্বাচন করতে আমরা ওয়াদাবদ্ধ। আমি অফিসারদের এটি নিয়ে মোটিভেট করছি। আমার মনে হয়, তারাও কারো পক্ষের হয়ে কাজ করবেন না। তারা দেশের ১৮ কোটি জনগণের পক্ষে কাজ করবেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা নির্বাচন নিয়ে সচেতনতা কার্যক্রম চালাব। আমাদের সব কার্যক্রমের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করব। সব দলের জন্য নির্বাচনের মাঠ সমতল থাকবে।
এরপর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার রংপুর বিভাগের ৮ জেলার জেলা-উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
