:

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ২৭

top-news

বিবিসি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

সায়েদুর রহমান জানান, নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক।

এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহত ছয় জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। এছাড়া পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

হতাহতের সর্বশেষ যে সংখ্যা জানালো আইএসপিআর

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও আহতদের সর্বশেষ সংখ্যা জানিয়েছে অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

সোমবার দিনগত মধ্যরাতে তাদের বিবৃতিতে ২০ জন নিহত ও ১৭১ জন আহতের তথ্য জানানো হয়েছে।

বিবৃতি অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছে আট জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে আহত ৭০ জন ও সেখানে নিহত দুই জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত তিন জন ও নিহত একজন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে আহত ১৭ জন ও নিহত ১২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত একজন ও নিহত দুই জন, লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার উত্তরায় আহত ১১ জন ও নিহত দুই জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন ও নিহত একজন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন। 

আজ রাষ্ট্রীয় শোক পালিত হবে বাংলাদেশে

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়।

বার্তায় বলা হয়, শোক পালনের উদ্দেশ্যে দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়াও আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত যা যা জানা যাচ্ছে:

    আজ মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং প্রায় দেড়শ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বিমানটির পাইলটও মারা গেছেন।

নিহতদের মধ্যে সাত জনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে সরকার। শনাক্ত হলে মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

    স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এখনো অনেকের খোঁজ পায়নি পরিবার। সন্তানের ছবি হাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন স্বজনরা। 

 উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
 প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিমান বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে একটি "উচ্চ পর্যায়ের" তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। 

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

আজ মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রধার উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

তারা জানায়, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আজকের (মঙ্গলবার) এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত থাকবে। আজকের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, গতকাল স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বশেষে ২০ জন নিহতের তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। 

https://newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *